বড় সাধ জাগে কানে কানে বলি
তুমি যে আমার
বড় সাধ জাগে গানে গানে বলি
তুমি যে আমার ।।
এ জীবনে একটাই চাওয়া
তোমাকেই হয় যেন পাওয়া
তোমারই নাম নিয়ে বুকে
নিঃশ্বাস করে আসা যাওয়া
বড় সাধ জাগে প্রাণে প্রাণে বলি
তুমি যে আমার ।।
ভালোবাসা এই শুধু জানে
সারাক্ষণ ডাকে পিছু টানে
মিলনের ফুল ফুটে যেন
দুটি মন ভরে দেয় ঘ্রাণে
বড় সাধ জাগে সেই ঘ্রাণে বলি
তুমি যে আমার ।।