এই দেশ আমার স্বপ্নে দেখা নয়
এই দেশ আমার স্মৃতির রেখা নয়
লক্ষ প্রাণের রক্ত লেখার দাম
বাংলাদেশের নাম ।।
একটি কথাই লক্ষ কোটি কন্ঠে দোলে
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা
সেই কথাটি মরণ এলেও কেউ কি ভোলে
স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
একটি জাতি স্বাধীন জাতি
জাগ্রত যার শহর নগর গ্রাম ।।
যার পতাকার টকটকে লাল সূর্য বলে
জেগে আছি, জেগে আছি
সেই পতাকা উড়াই প্রাণের সত্য জ্বেলে
জেগে আছি জেগে আছি
জাগবো বলে থাকবো বলে
অন্তবিহীন সচল এ সংগ্রাম ।।