বাংলা আমার বাংলা
হৃদয়ের তারে বাজে বারে বারে
বাংলা আমার বাংলা
ভাটিয়ালী টানে বাউলের গানে
জারি সারিতে বাজে সবখানে
বাংলা আমার বাংলা ।।
এখানে আছে মধু কবি, রবি, নজরুল
আছে জসীমউদ্দীন
কবিতায় গানে শুধিছে অগাধ
বাংলা মায়ের ঋণ
লালন, হাছন, পাগলা কানাই
যতো সাধকদের যতো গান গাই
যতো দূরে যাই চাই শুধু চাই
বাংলা আমার বাংলা ।।
এখানে আছে জয়নুল, আছে কামরুল
আছে ক্ষ্যাপা সুলতান
বাংলার রূপে জেগেছে তাদের
ফিপ্র তুলির টান
নিবিড় গ্রামের বুকের ভেতর
নদী মেঠোপথ ছোট ছোট ঘর
সারাদিন ভর, সারারাত ভর
বাংলা আমার বাংলা ।।