বাজারে মন এই দেহ মাদল
আরে, বাজারে মন এই দেহ মাদল
ও তোর, চামড়ার ছাউনি টিকবো কয়দিন
পড়বো ভাইঙ্গা মাটির খোল ।।
খোলে ছাউনি দিয়া কারিগরে
পাঠাইয়াছেন ভবের ঘরে
বইলা দিছেন জনম ভরে
বাজাবি তার বোল ।।
ও তোর সরল তালে বাজলে বাদ্য
খোলের হাওয়া হইবো বদ্ধ
বোল যদি তোর হয় অবাধ্য
বাঁধবে গন্ডগোল ।।