আর কতকাল ঘোরাবি তোর
দেহ যন্তর টেলিফোন, ওরে মন
তারে তারে নিরাকারে
হইবো নারে কানেকশন ।।


একের থেকে নয় ঘোরাবো
তারপরে তো শূন্যে যাবি
শূন্য হলেই তবেই পাবি
পূর্ণ রূপের দরশন ।।


যতোই যাবি রং নম্বরে
লাগবে তালা দেহ ঘরে
দেখবি শেষে চিরতরে
বন্ধ হবে ডায়াল ফোন ।।