আমরা দুরন্ত এক ঝাঁক
রৌদ্রের উজ্জলতা
প্রদীপ্ত সূর্য শিখা
উচ্ছল চঞ্চল
নির্ভয় জীবনের বারতা ।।
আমাদের কাছে এই জীবনের নাম
দুঃখ জয়ের পথে মহা সংগ্রাম
সমুদ্র চেতনা বুকে বুকে লিখে যাই
এই বারতা ।।
চলমান প্রবাহে আমাদের হাত
দুঃসময়ের বুকে হানে সংঘাত
সুশান্ত আগামীর নদী তীরে যদি যাই
সার্থকতা ।।