আমি তো কেবলই এক সাধারণ মেয়ে
আমার মনটা তো বুঝে না অতো শতো
বুঝবো কেমন করে
তুমি দুঃখ কিসে যে পাও দুঃখ কতো ।।


জানেনা, জানেনা, জানেনা এ মন
প্রেম যে কেমন
শুধু জানি তুমি ওগো তুমি যে আপন
আমি ভুল করলেও তোমারই কাছে
দোষ করলেও তোমারই কাছে
তোমাকে নিয়েই আমার কান্না হাসি যতো ।।


বলো না, বলো না, বলো না কি হয়
ভাবলে হৃদয়
তুমি ছাড়া আমি ওগো আমি তো নয়
আমি মান করলেও তোমারই কাছে
রাগ করলেও তোমারই কাছে
তোমাকে নিয়েই আমার ভাবনা অবিরত ।।