আমি না জেনে কারণ, না মেনে বারণ
তোমাকেই ভালোবেসেছি
যা ঘটে ঘটুক যা রটে রটুক
তোমারই কাছে এসেছি ।।
এ বশি করন, এ কি মরণ
এতো শিহরণ কেন বুকে আজ
বুঝি মরেছি বাঁচার সুখে আজ
আমি ফুল না খুঁজে, ভুল না বুঝে
তোমাকে নিয়েই জলে ভেসেছি ।।
চেয়েছি সুজন হয়েছে আপন
হয়েছি দু'জন অনুরাগে আজ
আহা আবেশে হৃদয় জাগে আজ
আমি নাই তো আমার, তাই তো তোমার
প্রাণেরই হাসি হয়ে হেসেছি ।।