আমি কথা বলি দেশের মাটির জন্যে
আমার কন্ঠে গান আসে এই দেশের রূপ লাবণ্যে ।।


আমি কথা বলি প্রতি ঘরে ঘরে মানুষের অন্তরে
শুভ যা চায় জেগেও তা কোটি জীবনের বন্দরে
আমার গানের কাব্য সাজানো মুক্তির মহা পূণ্যে ।।


আমি জেগে থাকি আমার রজনীকে পেরোবার সন্ধানে
চির দুর্জয় স্বাধীনতা হয়ে অমলিন সম্মানে
আমার প্রাণের সত্য মিশেছে বাংলার জনারণ্যে ।।