আমি কাঁদি শুনতে কি পাও
প্রেমানন্দ ময়, প্রেমানন্দ ময়
কবে তোমার হবে গো সময় ।।
এই বুকের মাঝে বসত করেও
রইলে তুমি পর
এতোই কাছে আছো তবু
এতোই দূরন্তর
ও এতোই দূরন্তর
তুমি, আমার সবই নিয়ে বলো
কিছুই আমার নয় ।।
আমার নাহয় না হোক সবই
তোমার করে নাও
আমি না পেলে না পেলাম তোমায়
তুমি আমায় পাও
যেন তুমি আমায় পাও ।
এই দেহ তরী প্রেম নদীতে
ডুবলে ডুবে যাক
শেষের বেলায় শুনি যেন
শুধুই তোমার ডাক
ও শুধুই তোমার ডাক
যেন তোমার জামান হয় গো শুধু
তোমার মাঝে রয় ।।