আমি একটু হাসি ছড়িয়ে দিতেই
অনেক হৃদয় চাঁদের আকাশ হলো
তবু ছোট্ট আমার স্বপ্নটা তো সত্যি হলো না ।।
আমি একটু দু'চোখ রাখলে মেলে
হাজার দু'চোখে দৃষ্টি মেলে
তবু দৃষ্টি আমার বৃষ্টি হলো
মিষ্টি প্রহর সৃষ্টি হলো না ।।
আমি সাজলে সুরের একটু সাজে
হাজার প্রাণে ছন্দ বাজে
তবু ছন্দ মাতাল অন্ধ মনে
অন্ধকারের অন্ত হলো না ।।