আমি দেখেছিলাম তাকে ছোট্ট নদীর বাঁকে
অবাক দুটি চোখ মেলে সে দেখছিলো আমাকে
সেই থেকে সেই দু'চোখ শুধু ডাকে আমাকে ।।


দূরের পথে চলতে একা
হঠাৎ করে দেয় সে দেখা
একটু খানি হেসে
জানিনা তো কোথায় কখন
হারিয়ে যায় আমার এ মন
তাকেই ভালোবেসে
আমার মনটা জুড়ে সারাটাক্ষণ সেই মেয়েটি থাকে ।।


রাতের কোনো নির্জনতায়
কখন যেনো সামনে দাঁড়ায়
আমার দু'হাত ধরে
আবার আমি যাই ছুটে যাই
সেই নদীটির সেই ছোট গাঁয়
স্বপ্ন ভাঙার ঘোরে
যেনো সে ছাড়া মিথ্যে লাগে আমার জীবনটাকে ।।