আমি বাজুবন্দ হলাম না
ঝুমকা,  চুড়ি হলাম না
হলাম না তো কারও গলার হার
পায়ে, পায়ে পায়েল হলাম
আমি বারে বার ।।


আমি রাতেরই চাঁদিনী রাতেরই চাঁদিনী
রূপার বিনিময়ে আমার রূপের বিকি কিনি
আমি রাত্রি ভরা চোখের তারা
নেশা ছাড়া নেই তো কিছু আর ।।


আমি কেবলই আলেয়া, কেবলই আলেয়া
আগুন হয়ে জ্বলি তবু হয়না আলো দেয়া
তাই একটু খানি মেহেরবানী
এ জীবনে এই তো উপহার ।।