আমার ভাগ্য বড় আজব জাদুকর
ও সে, এক পলকে শূন্য করে
দিলো সাধের ঘর
বড় নিঠুর জাদুকর ।।
আমি তিলে তিলে গড়েছিলাম
সাধেরই বাগান
মমতারই ফুল ফুটিয়ে
গাইতো পাখি গান
সেই, সুখ পাখি আজ গেলো ছেড়ে
বুকেরই পিঞ্জর ।।
কতো সোনা দানা ভরে দিলো
দু'হাতে আমার
নিয়ে গেলো তার বদলে
কোন সে মণিহার
হায়, কেন্দেও সুখ পাবে কি আর
আমার এ অন্তর ।।