আমার থাকতে পরান আর কি দেখা
হবে রে তার সনে
সে রূপ কি আর দেখবো না নয়নে ।।


স্রোতে ভাসা শেওলা যেমন
কপাল দোষে হলাম তেমন রে
আমার সুখের বসত ভাঙলো কি কারণে ।।


ছিলো আমার সাধের কুঞ্জবন
কপোত কপোতী হয়ে খেলিতাম দু'জন ।


সবই পুড়ে হলো যে ছাই
সে সুখের আর আশা তো নাই রে
এখন মরণ যেন হয় রে তার চরণে ।।