আমার স্বপ্ন দেখার দুটি আঁখি আছে
তুমি স্বপ্ন দিয়ে যাও
আমার বুকের ভেতর একটা পাখি আছে
তুমি মুক্ত করে নাও,
তুমি স্বপ্ন দিয়ে যাও, যাও
পাখি মুক্ত করে নাও, নাও ।।
তুমি আকাশ হয়ে মনটা তোমার মেলে ধরো
তোমার নীল কাজলে আমায় নীলাঞ্জনা করো
এই হৃদয় ভরে জোছনা ঢেলে দাও ।।
আমি সুখের মতো মেলবো ডানা তোমার প্রাণে
দেখে সুর সাজাবো হৃদয় ভরা গানে গানে
এই গানের কথা দাও না বলে দাও ।।