আমার অন্তরেরই কথাগুলো বলা হলো না
তোমার অজানা নয় আমার হৃদয়
তুমি বলো না,
বন্ধু তুমি বলো না ।।
নদী যেমন সাগরে যায় পাখি ফেরে বাসায়
আমার তেমন যাওয়া আসা নিরব ভালোবাসায়
আমার আসা যাওয়ার সাথী হয়ে
তুমি চলো না,
বন্ধু কেন চলো না ।।
যতো স্বপন গোপনে এই বুকে বাসা বাঁধে
আমার বুকে বন্দী থেকে আপন দুখে কাঁদে
আমি হাসি মুখে করি তবু
সুখের ছলনা,
বন্ধু শুধুই ছলনা ।।