আমার নাকের নোলক হারিয়ে গেছে
দাও না খুঁজে দাও
আমি নোলক পেলে দেবো তোমায়
মনটা যদি চাও
এই বনফুলের রঙের বাগিচায়
খুঁজে তারে পাবো যে কোথায়
জানি না জানি না ।।
নোলক আমার সোনার বরন
এই বয়সের সুখাবরন
উরু উরু দুরু দুরু মনের এ কাঁপন
থামায় কে যে হায় ।।
নোলক আমার লাজের আগল
তার ঝলকে সবাই পাগল
দুলে দুলে খুলে খুলে গেলো কি করে
বোঝাই হলো দায় ।।