আমার বাউল মনের একতারাটা
হাজার নদীর বাংলাদেশে
সুরের খেয়ায় ভেসে ভেসে
দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে
দ্যাখে কতোই জোয়ার ভাটা ।।


নকশী কাঁথার নকশী তোলা হাতে
কাঁকনে সুর বাজে আমার একতারারই সাথে
সেই রূপসীর অঙ্গ যেন
ভরা নদীর মতোই ভরা কাঁচা হলুদ বাটা ।।


ছলকে ওঠা রূপ কুমারীর হাসি
বাতাসে তার খোঁজে দোসর রাখালিয়া বাঁশি
সেই বাঁশি আর মিষ্টি হাসি
সারা জনম বুকে আমার সুখ নামেরই কাঁটা ।।