আজব একটা গ্যাসের বাত্তি
গ্যাস ফুরাইলে আর জ্বলে না
পানি যখন শুকাইয়া যায়
দেহ তরী আর চলে না
থাকতে সময় বোঝ ওরে মন বোঝ
সময় গেলে আর পাবিনা খোঁজ ।।


ভ্রান্ডরে ভ্রমান্ড করে
দ্যাখ না ঢুকে তার ভিতরে
ঢাকা শহর প্যাঁচে ভরা
ফাঁকা পাওয়া নয় রে সহজ ।।


গ্যাস থাকতে মন জ্বাল রে আলো
জোয়ার কালে ভাসবি ভালো
তাকে তাকে থাকতে হবে
সুসময় তো আসে না রোজ ।।


ভিতরে তেপ্পান্ন গলি
খোঁজ রে মধু ভোমরা অলি
আকন্ঠ পান হলে তবে
এপারে শেষ হবে রে ভোজ ।।