আজ- স্বদেশের প্রিয় ধূলিকণা থেকে 
  বিজয় গরব কুড়িয়ে
  আগামীর পথে শান্তির শ্বেত
  পায়রাটা দেব উড়িয়ে ।। 
  শান্তি শান্তি শান্তি
নয়- বিদ্বেষ বিভ্রান্তি । 
এই- বিজয় আনতে প্রাণ বাজি রেখে
  লড়েছে মুক্তিযোদ্ধা 
  কতটুকু মান দিয়েছি তাদের
  দিয়েছি কতটা শ্রদ্ধা 
আজ- বঞ্চিত লাখো বীরের হৃদয়
  সম্মানে দেব জুড়িয়ে ।। 
চাই- মানুষে মানুষে সমতা
চাই- মানুষের প্রতি মমতা 
  সমতা মমতা মিলিয়ে গড়বো
  গণ মানুষের ক্ষমতা ।
এই- মানুষ করবে কর্মঠ হাতে 
  জীবনে জীবন যুক্ত 
  এদেশে অবাধ স্বাধীনতা নিয়ে 
  মনবতা রবে মুক্ত 
আজ- উদ্ধত যতো বিভেদ প্রাচীর 
  উৎসাহে দেব গুড়িয়ে ।।
