আহা কাঙ্খে কলসি গাঁয়ের রূপসী
যে পথ ধরে ঘাটে যায়
শুনে ব্যাকুল বাঁশরি, নওল কিশোরী
ছুটে যেতে পথে থমকায়
বড় সাধ হয়, বড় সাধ হয়
এই বাংলাদেশের সেই মেঠো পথ
হতে সাধ হয়, বড় সাধ হয় ।।
আহা উদাসী নয়নে, বিবস চরণে
ওই পথে একতারা বাজিয়ে
যায় বাউড়ি বাউল তার সুরের অলঙ্কার সাজিয়ে
সেই দিনেরও কিরণ ঢাকা
মেঘেরও বরন লাগা সন্ধ্যায় ।।
আহা স্বজল আঁখিতে দোলে পালকিতে
ওই পথে কৈশোর পেরিয়ে
যায় কনে বউটি তার স্মৃতির নদীর ধার ছাড়িয়ে
তার সাজানো কাজল ছুঁয়ে
কতো কথা যায় ধুয়ে কান্নায় ।।