আবার ফিরে আসতে হবে 
আবার জলে ভাসতে হবে 
পুড়তে হবে আবারও অনলে 
সমর্পণের একটু ভুলের ফলে ।।
আসার আশা করি না সাঁই 
জ্বলে পুড়ে হলেও ছাই 
তোমার মধ্যে মিলাতে চাই 
এই জনমের পূর্ণ সাধন-বলে ।।
জ্বালাও তুমি জ্বালাও যতো পারো 
খাঁটি করতে চাও যদি গো আরো।
মরণ নিয়ে ভাবনা নাই 
মরেই তবে তোমারে পাই 
আমার সত্তা তোমারই সাঁই 
তাই জামানের মধ্যে সে রূপ জ্বলে ।।
১১ / ১০/ ২০১৮
