ওরে বন্ধু, ওরে ভাই, ও আমার ভাইজান-    
একবার আইসা আমার জেলা নদিয়া ঘুইরা যান।(২)    


নদীর জেলা এই নদিয়া ধান্য-পুষ্প ময়  
বারোমাসে হাসিখুশি, দেখো- আমার পরিচয়;  
মহাপ্রভুর আদিস্থান, সোনার স্বপ্ন আঁকা-    
দেশ বিভাগের নানান স্মৃতি যত্ন করে রাখা।  
সীমান্তেরই পাশে আমার জন্মভুমিখান  
একবার আইসা আমার জেলা নদিয়া ঘুইরা যান।(২)    


এই জেলাতে কৃত্তিবাস, ফুলিয়া তাঁতের শাড়ি -  
এই খানেতে গোপাল ভাঁড়, কৃষ্ণরাজার বাড়ি।  
এই জেলাতে সবার চেনা কবি ডিএল রায়-  
এই খানেতে মাটির পুতুল আপন মহিমায়।  
এই জেলাতে সাধক বাউল মুখে বাউল গান-  
একবার আইসা আমার জেলা নদিয়া ঘুইরা যান।(২)


একবার আইসা শীতকালেতে খাবেন খেজুর গুড়,  
রাসের সময় জমজমাটি প্রিয় শান্তিপুর;  
এই জেলাতে ধন্য গঙ্গা, খালের বিলের জল  
আইসা খাবেন হিমসাগর আম, আর তো পানিফল
মদনমোহন আর বসন্ত এই জেলারই প্রাণ-  
একবার আইসা আমার জেলা নদিয়া ঘুইরা যান।(২)    


এই জেলাতে গৌরচন্দ্র নবদ্বীপের ধাম-
হিন্দু মুসলিম খ্রিস্টান সবে ধর্মে অবিরাম;  
রানাঘাটের ল্যাংচা আছে, অধরের সরপুরিয়া-    
পলাশী আছে এই জেলাতে দেখিবেন ঘুরিয়া;  
এই জেলাতে গাজীর মেলা, শতেক পীরের থান-  
একবার আইসা আমার জেলা নদিয়া ঘুইরা যান।(২)    


দোলের সময় ঘোষপাড়াতে সতীমায়ের মেলা
হাট-বাজারে মুখরিত পল্লি-পথের খেলা।  
এই জেলাতে নীলবিদ্রোহ, বাঁশবাগানের কবি
জেলা জুড়েই দেখতে পাবে তোমার মায়ের ছবি;    
তাই, জেলার মানুষ সুজিত বাবু করেন আহ্বান-  
একবার আইসা আমার জেলা নদিয়া ঘুইরা যান।(২)    
-------