রঙের খাঁচা
একদিন পাখি উড়ে যাবে শুন্য খাঁচা পরে রবে।
রঙের খাঁচা পচে যাবে হবে না ব্যবহার।
খাঁচার পাখি উইড়া গেলে ফিরবে না তো আর।
ভবে----।।


যতই স্বপ্নে প্রাসাদ গড় উঁচু তলায় করো বাস।
ওই মাটিতে শুইতে হবে হবে যে দিন লাশ।
সেদিন ওই দালানের মালিকানা থাকবে না তোমার।


ভোগ বিলাস আর লোভ লাল সায় আসল নকণ চিন লা না।
দমের গাড়ী চইলা গেলে এই জনম আর পাই বা না।
ও তাই কোনটা সাদা কোনটা কালা রাখলে  না খবর।


তারিখ- ২৪/০৯/২০২৫
গাজীপুর, ঢাকা