তুমি জীবনে মরণে আমায় আপন করেছো
এই আকাশের মতো আমার বেদনা ধরেছো ।।
আমার মনের চঞ্চল ঢেউ যতো
ভাঙে আর গড়ে দিবানিশি অবিরতো
তুমি দু'কূল মেলে গো নিরবে আমার
অনেক আঘাত সয়েছো ।।
তখন বাতাসে বকুল গন্ধ ছিলো
অকারণে মন আলো হয়ে উঠেছিলো ।
আমার নয়নে ঘুম হারা এই রাতে
তোমার আকাশে জ্বলে চাঁদ তারা যাতে
তুমি স্বপ্নের মতো শিয়রে দাঁড়ায়ে
দু'হাত বাড়ায়ে দিয়েছো ।।