ফসলের মাঠে মেঘনার তীরে ধু ধু বালুচরে
পাখিদের নীড়ে তুমি আমি দুটি প্রাণের বর্ণমালা
সকালে দুপুরে গোধূলি বেলায় শত পুষ্পের নীবিড় মেলায়
তুমি আমি দুটি প্রাণের বর্ণামালা ।


কাক ডাকা ভোরে শিশুর মা বলে ডাকা
কত যে মধুর লাগে
যে সুরে আমার হৃদয়ে বর্ণমালা
গান গায় অনুরাগে......


কাশবনে আর পাখির ডানায়
রুপালি রোদের কানায় কানায়
তুমি আমি দুটি প্রাণের বর্ণমালা।


এই যে আমার চোখের কোলে
তোমার জন্য স্বপ্ন দোলে
সেই স্বপ্নের ছায়া ছায়া পথে তুমি
যে ভাষায় কথা বলো
তারই সুরে মেশা আমার বর্ণমালা
সুন্দর ঝলমল।


ছায়া পথে আর স্বপ্নের মাঝে ঢেউ ছলছল
বাসানার ঘাটে
তুমি আমি মিশি প্রাণে বর্ণমালা
ফসলের মাঠে মেঘনার তীরে ধু ধু বালুচরে
পাখিদের নীড়ে তুমি আমি দুটি প্রাণের বর্ণমালা।