নদী বলে চাঁদ তুমি কেন গো
দূরে থাকো ঘন ঐ নীলিমায়
চাঁদ বলে দূরে নয় শোনো গো
জেগে আছি তবো বুকে নিরালায় ।।
তোমার চরণ ধূলি হৃদয় জানে
চেয়ে তাই রয়েছি পথেরো পানে
বুঝি গো হৃদয়ে এলে নীলিমায় ।।
আবেশের ঘুমো ঘোরে তারে দেখেছি
জোনাকিরা দ্বীপ জ্বেলে চেয়ে থেকেছি ।
ভ্রমর গোপনে বলে ফুলেরো কানে
যতো গান ঢেলেছি তোমারই প্রাণে
ফুল কেন তবু ঝরে যেতে চায় ।।