কতদূর যাবে বলো পান্থ
কতদূর এ পথের ধুধু করা প্রান্ত ।।
যদি এই সূর্যের রং লাগে জীবনে
যদি মধু ছন্দের সুর জাগে ভুবনে
পৃথিবীর প্রান্তরে হইয়ো না কো ক্লান্ত ।।
অতীতের কান্তারে কভু ভুলে যেওনা
মোহময় পিছু ডাকে কভু ফিরে চেওনা ।
জীবনের ঝরা পাতা যায় ঝরে যাক না
শুধু থাক ঝিলিমিলি প্রজাপতি পাখনা
দূরাশার প্রান্তরে হইয়ো না কো ক্লান্ত ।।