এতো যে সুরভী ফুলেরো গহনে
স্বপ্ন আনে গো অলিরো নয়নে ।।
নীরবে এসেছে জীবনে মিতালী
বেজেছে গীতালী
না যেওনা
ও হো হো হো আব হা হা হা
তুমি কি বুঝো না
দখিনা পেলো কি সুরেরো পরশে
এমন মাধুরী মোদেরো গহনে ।।
এমনো ঘুম ঘুম ছায়
স্বপনো ঘুম ঘুম
গানেরো শিহরণে ।
বিফলে যাবে কি
গানেরো ধেয়ালী
শোনো গো খেয়ালী
না যেওনা
ও হো হো হো আ হা হা হা
তুমি কি বুঝো না ।।