এলোমেলো ভাবনার সীমানা কি পাবো না
একরাশ নীলাকাশ চেয়ে রয়
সে কোন সে লগনে সুরভিত মগনে
জানিনি তা আজ যাহা মনে হয় ।।
দিকে দিকে ছিল কতো রাত জাগা ফুল
জোছনার মিতালীতে শরমে আকুল
তুমি এসেছিলে ভুলে সিধিয়ে এলো চুলে
তনু দিয়া মনও প্রাণ করে জয় ।।
এক বুক কথা ছিল পারিনি তো বলতে
দ্যাখো নি তো সে ব্যথায় হৃদয়ে কি জ্বলতে ।
শুনেও শোনোনি তুমি সে নিরব গান
হেলায় রেখেছো দূরে সে ব্যথার দান
তুমি পাশে ছিলে মোর রাত কবে হবে ভোর
যাবে চলে ছিল শুধু সেই ভয় ।।