আমাদের চেনা পৃথিবীতে
আজও জল পড়ে, পাতা নড়ে
রক্তে রাঙানো দিনের কাহিনী
মনে পড়ে, মনে পড়ে ।।


ও আমার প্রিয় বর্ণমালার জন্যে যারা
মেঘ তরঙ্গে তারাদের ভিড়ে হয়েছে হারা
তাদের স্মৃতির ফলকে রৌদ্র
স্বপ্ন শিশির ঝরে ।।


তাদের হৃদয়ে ফুটে ছিল কি ফুল
সে ফুলের ঘ্রাণে দুলেছিল প্রাণ মন ।


নেই আজ নেই তাদের মোদের গোধূলি বেলা
সেই কবে হায় ফুরালো তাদের সাধের খেলা
বর্ণমালার শতদলে ওরা
স্বপ্নের প্রান্তরে ।।