আজব দেশের ধন্য রাজা
দেশ জোড়া তার নাম
বসলে বলেন হাটরে তোরা
চললে বলেন থাম
থাম থাম থাম।।
রাজ্যে ছিল শাস্ত্রী সেপাই
মন্ত্রী কয়েক জোড়া
হাতীশালে হাতী ছিল
ঘোড়াশালে ঘোড়া।।
গাছের ডালে শুক সারীদের
গল্প ছিল কতো
গল্পে তাদের রাজার কথা
ফুটতো খইয়ের মতো।
এই না বলে স্বপ্নে রাজা
দেখেন সোনার ঘোড়া
প্রজায় দেখে রাজার মুকুট
কাগজ দিয়ে গড়া।।