তোমার অসীম সুদূর পথের পরে
অশ্রু আমার বকুল হয়ে ঝরে ।।


গন্ধে তাহার আকুল হলো
নিবিড় স্মৃতিগুলি
আঁধার এসে নিলো আমার
সকল স্বপন তুলি
ফুলগুলো আর নাই বা তুমি
রাখলে আপন করে
তোমার পথের পরে ।।


আর কোনোদিন ডাকবো না গো
তোমায় প্রিয় নামে
নেবো না আর দুঃখ কিনে
ভালোবাসার দামে
কান্নাগুলো মুক্তোর মতো
রাখবো আমি ধরে
আমার হৃদয় ভরে ।।