ও প্রিয় মধু রাতে সাজিলো মন
সাজিলো মন প্রিয় সাজিলো মন ।।


কম্পিত দীপ শিখা জ্বলে অঙ্গনে
জোছনার সুধা ঝরে বকুলের বনে
গোলাপের পাশে অলি করে গুঞ্জন ।।


কাজল চোখে মোর বিদুত আঁকা
অধরের পেয়ালায় আমিও রাখা
চন্দন তনু হেরি জাগে শিহরণ ।।