ও দেখা হলো পথ চলিতে।
সাগর যেন আহা ডাগর আঁখি
স্বপন বনে সেতো সোনার পাখি
মন চায় মন দিতে।।
জীবন পথে একা চলেছি
সহসা তারে আমি দেখেছি।
ভাবনা এলোমেলো
সে যেন কাছে এলো কিছু বলিতে।।
সে কেন আরো কাছে এলো না
কন্ঠে ফুল মালা নিলো না।
শুধু যে মন নিয়ে
আমারই পথ দিয়ে। গেল চকতে।।