নাচে জাওয়ানী নাচে
বাজে ঢোলক বাজে
রূপের হাটে শরম আমার
শওদা হয়ে যায় গো
ও বিদেশী রাজা, ও বিদেশী রাজা ।।


রঙিন হলো পিয়াস ক্ষুধা
আছে আমার সেরেম সুধা
পান করে আজ মজনু আবার
মাতাল হয়ে যায় গো ।।


পথের মাঝে জলসাতে আজ
মন গিয়েছে চুরি
আমায় রাজা খুন করেছে
তোমার মিথ্যা ছুরি ।


নয়ন তোমার জুলুম করে
লাজুক আমার তনুর তরে
বিজলী শারাপে আমার
নেকাব খুলে যায় গো ।।