মোর তনু বীণা খানি তুমি বিনে বাজে না
মেঘ নাহি এলে মরু ফুল হয়ে ফোটে না ।।
অঞ্জন তুমি ওগো নয়নে আমার
বিথীকার আমি ফুল কাননে তোমার
সোনার তরনী তুমি, আমি নীল যমুনা ।।
চঞ্চল কবি তুমি সুরের পাখায়
ফিরে এসো মিলনের তিথি বয়ে যায়
কেন আশা দিলে হায়, আশা যদি মেটে না ।।