কোন লজ্জায় ফুল সুন্দর হলো ।
আমি সুধাই তারে ভালবাসার
গল্প আমায় বলো ।।
আধো ফোঁটা ভীরু কলি শোনগো বলি
ছিলাম একাকি আমি তোমার বনে
মরমের পথ ধরে বন্ধু তুমি
ভালোবাসা নিয়ে এলে আমার মনে,
বুঝি না তো কি হতে যে কি হয়ে গেল ।।
এলো বুঝি প্রিয়তম অতিথি হয়ে
শরমের রঙে রাঙা মধুর ক্ষণে
কি দিয়ে বরণ আমি করবো তারে
তৃষ্ণা আমার চোখে লজ্জা মনে,
ভাবিনি তো আগে আমি লেখাই ছিল ।।