কাশের বনের পথ ধরে ওই
বাজিয়ে সোনার বীণ
মিহির শিশির জড়িয়ে খোঁপায়
ধান কাটার দিন, এলো ধান কাটার দিন ।।


ভারা ভারা ধানে ভরা
গাঁয়ের পথে পথে
সারি সারি চলে গাড়ি
সেই যে কখন হতে
কুলো বধূদের নেই যে সময়
ব্যস্ত বিরামহীন ।।


নতুন ধানের খই চিড়া আর
পায়েস পিঠা খির
খোদার নামে বিলায় সবাই
পুলকে অধীর
সবাই খাবে মন ভরে আজ
নাই বিস্বাদের দিন ।।