এমন মজা হয়না
গায়ে সোনার গয়না
বুবুমনির বিয়ে হবে
বাজবে কত বাজনা ।।


আজকে বুবুর মুখের হাসি
কালকে বুবুর বিয়ে
বর আসবে পালকি চড়ে
বকুল তলা দিয়ে


বর আসতে দেব না
বুবুর কাছে নেব না
ও বুবু তোর বলিস
আনতে আমার খাজনা ।।