আজি কার স্মরণেতে আঁখি দুটি ছলোছল
বকুলেরো ফুলে ফুলে সাজালে গো বনোতল ।।
তার পথ চেয়ে থাকা
মিলনেরও ছবি আঁকা
আশা যেন আকাশের তারাগুলি জ্বালো জ্বল ।।
নিভে গেছে দ্বীপখানি বাতাসেরো আঘাতে
সবই হলো ভুল বুঝি বাসরো সাজাতে ।
আঁখিপাতে ঘুম নাই
রাত বলে যাই যাই
সে গেছে সুখ নিয়া মনো চোর চঞ্চল ।।