যে চেতনে প্রভু তোমায় স্মরি না
সে চেতন আমারে দিও না,
কত নেয়ামাতে ডুবে আছি প্রভু
কভু যেন তোমায় ভুলি না।


দিবস-যামী কাল নিরবধি
অনাবিল প্রেম স্রোতে জলধি,
জীবনে-মরণে তোমারে স্মরণে
কভুও যেন তা টুটে না।


গরলে বিঁধে সোজা পথহারা
পথহারা পথেও হই দিশেহারা,
তোমারে হারাতে চাই না প্রভু
সে পথে আমারে নিও না।


যে মায়া-বাঁধনে ভুলি যে তোমারে
সে মায়াডোরে আমায় বেঁধো না।


প্রভু না হই যেন কভু কৃপাহারা
তোমারে লভিতে চোখে জলোধারা
দু হাত তুলেছি তোমারে নিবেদন
হে প্রভু আমায় ফিরায়ে দিও না।


ফিরোজ, মগবাজার, ১১/০৬/২০২১