আজি ঝরোঝর বাদলের উতলা পবন
ঝিরিঝিরি বাতায়নে বাতাসের দোল
ফুলেল কদম্ব ডালে ওঠে আলোড়ন
আহা ধানক্ষেতে সবুজেরও তরঙ্গ হিন্দোল ।
কাননে হাওয়া বয় শনশন ঝরে বরোষা
কাঁপে মাধবীর লতাকুঞ্জ নাচেরে আঁচল
মৃদু সুরে কানে কানে কে-গো গায় গান
মুগ্ধ মূর্ছনাতে আবেশনে মধুময় বোল ।
আজি ঝরোঝর বাদলের …
হৃদয়ে লাগলো দোলা বিভোরতা পুলকিত শিহরন
হরষে বরোষা বেলা কেনো তবে বিমনা আনন ।
অতল গহন কোণে যদি বাজে বিরহ রাগিণী
মেঘের আড়ালে দেখিও আবীর আকাশের কোল
বাদলে আনন্দধারা মন কাড়া সুশীতল গৃহ
ভাবাবেশে অনুরাগে গাও গান মাধুরী নিটোল ।
আজি ঝরোঝর বাদলের …
ফিরোজ, মগবাজার, ২৩/০৪/২০২০