যে পাখিটার অন্তর কানা পোষ মানে না
তার ডানাতে নেই অবসর
মন জোড়ালি তার সাথে কেন্ সব হারালি
কুল হারাতে বাঁধবি কী ঘর ?


নিঠুর পাখি হয় না আপন জনম জনম
দেয় না ধরা হয় যে সে পর
অমন পাখির জীবনধারা ছন্নছাড়া
জ্বলবি সারা জীবনও ভর ।


যে পাখিটার অন্তর কানা …


কেবল পাখি ডানা মেলে উড়তে জানে
আপন খেয়াল আপন টানে
বাঁধন ছিঁড়ে যায় পালিয়ে হাজার ডাকে
চায় না ফিরে পিছন পানে ।


চোখের কোণে ব্যথার ধারা বাঁধন হারা
বুঝলো নারে আপন পর
যে পাখিটা ঘর চেনে না ঘর মানে না
তার তরে কেন্ তাসের ঘর ?


যে পাখিটার অন্তর কানা …


ফিরোজ, মগবাজার, ২৩/০৪/২০২০