অন্তরে তাঁর ঘর উঠেছে প্রেমের মদিরায়
দিবানিশি জপি খোদা অধম এ ধরায় ।
পাঁজর ভেঙ্গে দেখবিরে তুই
মন পোড়ে খরায়
যাবরে ঐ কাবা ঘরে
সোনার মদিনায় ।
কাবা ঘরে বন্দনাতে
মাফ পাবে বান্দায়
আছেন শুয়ে খোদার হাবিব
যাবো মদিনায় ।
বড়ই পাপী বান্দা আমি গোনাহ্ মাফি খুদা
উম্মতে নবীজি হতে না করো জুদা ।
আমার পরান জরজর
অন্তর বেদনায়
জিয়ারতে যাবরে ভাই
রাসুলের রওজায় ।
বেলা বয়ে গেলো চলে
দুনিয়ার মায়ায়
চাই নবীজির শাফায়াতে
আখেরে সহায় ।
ফিরোজ, মগবাজার, ০৬/০৪/২০২০