একলা চাঁদের একটি আকাশ
একটি অবুঝ মন,
মাঠের পারে হাওয়ায় দোলে
নিঝুম সবুজ বন।


সবুজ বনের ঐ পারে এক
অলস গৃহকোণ,
কালো মেঘের অশ্রু সেথা
বৃষ্টি সারাক্ষণ।


বৃষ্টি-ভেজা ব্যথার নদী
উছল জলের বান,
সবুজ বনের ঢেউয়ে বাজে
নীল বেদনার গান।


করুন বাঁশির অপার কাঁদন
নিরব নিরজন,
একলা চাঁদের আকাশ কাঁদে
কাঁদে পাশের বন।


ফিরোজ, মগবাজার, ১৫/১০/২০২৫