চলে হেসে হেসে সাদা মেঘ ঘেঁষে
দূর আকাশের তারা
আশা নিয়ে সাথে নিদহীন রাতে
করেছে হৃদয় হারা।
চেয়ে থেকে দূর সমুখে সুদূর
নয়ন দুখানি এই
কেবলি ক্লান্তি কেবলি ভ্রান্তি
নিশিতে স্বপ্ন কাড়া।
মেঘে মেঘে কভু ঢেকেছে আকাশ
নদীও হারালো জল
ভেঙ্গে চুরমার গভীর গহীনে
নেই নেই তার তল।
প্রদীপের শিখা মিটি মিটি জ্বলে
পায় কি জোছনা ধারা?
উড়ার সাধ কি কখনো কি মেটে
বিহগের ডানা ছাড়া?
আঁখি ধারা জল সাগর অতল
ভেড়ে নাকো তরি ঘাটে
এখানে অবেলা তীরে এলো ভেলা
অকূলে পাগল পারা।
ফিরোজ, মগবাজার, ২৩/০৮/২০২৫