দুঃখরে যে করেছে আপন
দুঃখ যে তার কিছুই নয়
আগুনে জ্বলন্ত ক্ষতে
ব্যথা বিষের নেই যে ভয় ।
সংসার বিরাগী যেবা
আপনভোলা তারে কয়
পিছুটান মায়ার বাঁধন
ছিন্ন রথে করে জয় ।
জীবন একটা গোলকধাঁধা
গোলচক্করে ঘুরে মরে
যাপন বপন মায়ার বাঁধন
জীবন জাহাজ আটকা চরে ।
আপনভোলা বিবাগী যেবা
এ ভব সংসার করে ক্ষয়
দুখের মালা পরেই গলে
দুঃখরে সে করে জয় ।
ফিরোজ, মগবাজার, ০১/০৫/২০২০