ঢেউয়ের উপর ভেসে ভেসে
ঢেউকে কভু চেনা নয়
জলের ভিতর ডুবেই দেখো
সাগর কতো গভীর হয়৷


নিত্য নতুন পরিচ্ছদে
দেহের খোলস জাপটে রয়
মনের ভিতর মনের মেলা
সুধা চিনে নিতে হয়।


ওরে আপনারে চিনে নেরে
নিত্য মনের আলোকে
ঝঞ্ঝা রাতের হঠাৎ জ্যোতি
নয়কো ক্ষণিক ঝলকে৷


দূর আকাশে আঁকা স্বপ্ন
নীলিমাতে আটকে রয়
চন্দ্রালোকের শোভা বাড়ে
রাত্রি যতো গভীর হয়৷


ফিরোজ, মগবাজার, ২০/০৯/২০২৫